Saturday, September 7

ঈদের পর সরকার পতনের একদফা আন্দোলন : নোমান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সংসদের ভেতরে-বাইরে যেকোন স্থানে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সংলাপ হতে পারে। সরকারকেই এ বিষয়ে কার্যকর উদ্বোগ নিতে হবে। সংলাপ সংকট সমাধান না হলে ঈদের পরই সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার রূপগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত গোলাকান্দাইল কলপট্টি মাঠে এক সমাবেশে আব্দুল¬াহ আল নোমান এ কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। 
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, আলহাজ্ব আবদুল মতিন, নুরুন্নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, রুহুল আমিন, মজিবুর রহমান, আব্দুল জলিল, নজরুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ। 
আব্দুল¬াহ আল নোমান আরো বলেন, বর্তমান সরকার সংবিধানকে দলীয় সংবিধান বানানোর কাজে লিপ্ত রয়েছে। সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতাসীন দলের অধীনে ১৮ দল নির্বাচনে অংশগ্রহণ করবে না। পরে বেগম খালেদা জিয়ার নরসিংদীর জনসভা সফল করার জন্য তিনি আহবান জানান।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়