Thursday, September 19

পদ্মা সেতু প্রকল্পে কানাডা পুলিশের তদন্তে অসন্তুষ্ট অর্থমন্ত্রী


ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে এসএনসি-লাভালিনের দুর্নীতির ষড়যন্ত্র নিয়ে কানাডা পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসএনসি লাভালিনের সাবেক কর্মকর্তা কেভিন ওয়ালসকে আসামি করার কথা জানানোর পর বৃহস্পতিবার সিলেটে এক প্রতিক্রিয়ায় একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, কেভিনকে মাফ করার কোনো সুযোগ যে নেই সেটি আগেই বলা হয়েছিল। তবে দেশে অপরাধী প্রমাণিত হলেও কানাডায় ছিল না। এবার কানাডা পুলিশের তদন্তে সে দোষী প্রমাণিত হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পে ঠিকাদারি কাজ পেতে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দেয়ার ষড়যন্ত্রের ঘটনায় কানাডিয়ান কোম্পানি এসএনসি-লাভালিনের সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ তিন জনকে অভিযুক্ত করেছে দেশটির পুলিশ (রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ-আরসিএমপি)। বুধবার কানাডার সংবাদমাধ্যম দ্য গ্গ্নোব অ্যান্ড মেইল, ফিন্যান্সিয়াল পোস্ট এবং সিটিভি নিউজ এ-সংক্রান্ত খবর প্রকাশ পেয়েছে।

কানাডার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, একজন বিদেশি কর্মকর্তাকে ঘুষ দেয়ার অপরাধে এসএনসি-লাভালিনের সাবেক সিনিয়র নির্বাহী কেভিন ওয়ালেসের বিরুদ্ধে অভিযোগ এনেছে। একইসঙ্গে এ মামলায় কানাডার নাগরিক জুলফিকার আলী ভূঁইয়া ও বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকেও অভিযুক্ত করা হয়েছে---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়