নেত্রকোনা: চালককে মারপিট করে লেগুনা নিয়ে পালানোর সময় গাড়ি ছিনতাই চক্রের দুই সদস্যসহ একটি লেগুনা আটক করেছে নেত্রকোনা সদর থানা পুলিশ। রবিবার রাতে নেত্রকোনার আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল গাজীপুরের মাওনা এলাকার মোশারফ হোসেন(১৮) ও রুবেল মিয়া(১৮)।
জানা গেছে, মাওনা থেকে ময়মনসিংহের গফরগাঁও যাবার কথা বলে শনিবার মধ্যরাতে মোশারফ ও রুবেলসহ কয়েক দুর্বৃত্ত দুই হাজার টাকায় একটি লেগুনা (ঢাকা মেট্রো-ঠ-১১-২৩৫১) ভাড়া করে। ভোর রাতে গফরগাঁও পৌঁছার পর তারা সড়কের পাশে লেগুনা থামাতে বলে। চালক লেগুনা থামানো মাত্র দুর্বৃত্তরা তার মুখে গামছা বেধে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি করে চালক জীবন নিয়ে পালায়। এরপর দুর্বৃত্তরা লেগুনাটি চালিয়ে নেত্রকোনায় নিয়ে আসে। নেত্রকোনার পারলা আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকায় তাদের গতিবিধি দেখে স্থানীয় পরিবহন শ্রমিকদের সন্দেহ হলে তারা সেটি আটক করে পুলিশে খবর দেয়।
নেত্রকোনা মডেল থানার ওসি এসএম মফিজুল ইসলাম জানান, লেগুনাসহ গ্রেফতারকৃত দু’জন পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে গফরগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়