Friday, September 20

না’গঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন : বিএনপি সম্পাদকসহ ১০, আ’লীগ ৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির বার্ষিক (২০১৩-২০১৪) নির্বাচনে সভাপতি পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান বাজিমাত করেছেন। বিএনপির এ বিদ্রোহী প্রার্থী প্রায় শতাধিক ভোটের ব্যবধান পেছনে ফেলে সভাপতি পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদের জাকির হোসেন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। 
১৭টি পদের বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদ পুরো প্যানেল নিয়ে নির্বাচন করলেও শুধুমাত্র সভাপতি পদে সাখাওয়াত হোসেন খান একক ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন।
ভোটের ফলাফলে ১৭ পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১০পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদ। ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ।
জেলা আদালত পাড়ায় জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৮৯০ জন। তার মধ্যে ৮৫৬ জন ভোট প্রদান করে। রাত ২টায় দিকে নির্বাচন পরিচালনা প্রধান সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আকতার হোসেন প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের অপর দুই সদস্য অ্যাডভোকেট আশরাফ হোসেন ও অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম। 
সভাপতি পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৩৬৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী আব্দুল বারী ভূইয়া পেয়েছেন ২৩৪ ভোট। অপরদিকে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী আনিসুর রহমান দিপু পেয়েছেন ২৪৩ ভোট। গতবারের নির্বাচনের আগে এবারের নির্বাচনে সাখাওয়াতকে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়া হলেও শেষতক তাকে সমর্থন দেয়নি বিএনপি তৈমুর গ্রুপ।
জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন, সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে সরকার হুমায়ন কবির, সহ-সভাপতি পদে সৈয়দ মশিউর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম শিমুল,  কোষাধ্যক্ষ পদে কাজী আব্দুল গাফ্ফার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে জাতীয়বাবাদী আইনজীবি ঐক্য পরিষদের আবদুছ ছামাদ মোল্লা ও সমাজসেবা সম্পাদক পদে বিএনপির জিল্লুর রহমান মুকুল জয়ী হন।
৪টি কার্য্যকরী পদে আওয়ালীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। তারা হলেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আল মামুন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে জি এম ফেরদৌস, লাইব্রেরী সম্পাদক পদে দেলোয়ারা বেগম রীনা, ক্রীড়া সম্পাদক পদে মো: কামাল হোসেন
সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদের বিজয়ী তিনজন হলেন, আনোয়ারুল আলম রিপন, মো: জুবের আলম জীবন, মো: নজরুল ইসলাম মাসুম। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের ২ জন হলেন মোহাম্মদ এমদাদ হোসেন সোহেল ও মোহাম্মদ আসাদুর রহমান বিপ্লব।
প্রসঙ্গত ২০১২অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে ১৭ পদের বিপরীতে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১১ পদে জয়ী হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়