আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সেনাবাহিনী রাজধানী দামেস্কের পূর্বে অবস্থিত জোবার শহরে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে অগ্রাভিযান অব্যাহত রেখেছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে।
প্রেস টিভির সংবাদদাতা জানিয়েছেন জোবার এবং আশেপাশে অঞ্চলের প্রায় দুই তৃতীয়াংশ এলাকা এখন সিরিয়ার সরকারি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। দামেস্কের আশেপাশে যে কয়েকটি কৌশলগত শহর রয়েছে তার অন্যতম জোবার এবং এ সব শহরের মধ্য দিয় ঢুকে সিরিয়ার রাজধানীতে হামলা চালানোর চেষ্টা করছে বিদ্রোহীরা।
নিরীহ ও বেসামরিক লোকজন কয়েক আগেই জোবার ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে শহরটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী। এক সেনা কর্মকর্তা প্রেস টিভিকে বলেন, শহরটির ৭০ থেকে ৮০ ভাগ এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং বাকি অংশ সিরিয়ার বাহিনীর গোলা-গুলির আওতায় রয়েছে।
এ ছাড়া, দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দারাইয়া, বেইত, সাহ্ম, আশ-সালি এবং আল-কাদামসহ কয়েকটি এলাকায় বিদ্রোহীদের শক্তিশালী অবস্থানের বিরুদ্ধে সেনা অভিযান জোরদার করা হয়েছে।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়