ঢাকা: মেক্সিকোতে চলতি সপ্তাহের প্রবল ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৭০ জন মানুষ। বিবিসি সূত্রে জানা যায়, এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এরইমধ্যে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন তারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এ বন্যায় বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ঘরবাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ বাসিন্দা। এছাড়া টানা বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রয়েছে স্কুল, কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানও।
এদিকে, ঘূর্ণিঝড় ম্যানুয়েল দুর্বল হয়ে উত্তরের দিকে চলে গেছে। তবে শিগগিরই মেক্সিকোর বাসিন্দাদের আরেকটি ঝড়ের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়