Sunday, September 15

সিরিয়া বিষয়ে মার্কিন-রুশ পরিকল্পনাকে স্বাগত ওবামার


ঢাকা: সিরিয়ার রাসায়নিক অস্ত্র সম্পর্কে মার্কিন ও রুশ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবিসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অধীনে দামেস্কের রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংসে মস্কো ও ওয়াশিংটন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী পদক্ষেপ নিয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। তবে সিরিয় প্রেসিডেন্ট আসাদ প্রতিশ্রুতি পূরণ না করলে এর যথোচিত জবাব দেয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন ওবামা।

সেইসঙ্গে, আগামী এক সপ্তাহের মধ্যে সিরিয়া তার রাসায়নিক অস্ত্রের পূর্ণাঙ্গ তালিকা জাতিসংঘের কাছে জমা না দিলে বিশ্বসংস্থা দামেস্ককে তা দিতে বাধ্য করবে। পাশাপাশি ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস বা সরিয়ে ফেলতে হবে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়