Monday, September 30

সেনবাগের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি


নোয়াখালী: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা প্রদান ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল এবং ভাতা বৃদ্ধির দাবীতে গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কর্ম বিরতির কারণে নোয়াখালীর সেনবাগ উপজেলার ১১৯ প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দারুণ উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা প্রদান ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল এবং ভাতা বৃদ্ধির দাবীতে গত ১৭ সেপ্টেম্বর থেকে শিক্ষকরা তাদের কর্মবিরতি শুরু করে। প্রথম দিন এক ঘন্টা, দ্বিতীয় দিন দুই ঘন্টা ও তৃতীয় দিন চার ঘন্টা কর্মবিরতি পালন করে। এর মধ্যেও সরকার কোন সিন্ধান্ত গ্রহণ না করায় গত ২৯ সেপ্টেম্বর থেকে পূর্ন দিবস কর্ম বিরতি পালন করা শুরু করে যা এরির্পোট লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে।
শিক্ষকরা জানায় মঙ্গলবারের মধ্যে তাদের দাবী না মানলে ঢাকায় মহাসমাবেশ করে বিদ্যালয়ে তালা ঝুলানো কর্মসূচী পালন করবে তারা।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়