Monday, September 16

আওয়ামী লীগ স্বাধীনতার সরকার নয়

রাজশাহী : বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার সরকার নয়। আওয়ামী লীগ স্বাধীনতার কথা বলে দেশকে অন্যের হাতে তুলে দিতে চায়। তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতেন, তাহলে সীমান্তে হত্যাকারীদের বিষয়ে নিরব থাকতেন না।

সোমবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে ১৮ দলীয় জোট ক্ষমতায় এলে সারাদেশ থেকে মাদক নির্মূল করা হবে।আমাদের প্রথম টার্গেট হবে জনগণ ও প্রশাসনকে সাথে নিয়ে মাদক নির্মূল করা। আমরা পারবো ইনশাআল্লাহ। রাজশাহীবাসী দেখিয়ে দিয়েছে দুর্নীতি করে জেতা যাবে না। আপনারা দেখেয়ে দিয়েছেন জনগণই সকল ক্ষমতার উৎস। অতীতে প্রমাণ করেছেন ভবিষ্যতেও করবেন।’

খালেদা জিয়া বর্তমান সরকার সম্পর্কে বলেন, অথর্ব সরকার দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। এরা দেশ ও জনগণের শত্রু উল্লেখ করে তিনি বলেন মুক্তিযোদ্ধারা কখনো দেশকে অন্যের হাতে তুলে দিতে দিবেন না।

সমাবেশে সভাপত্বি করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়