Thursday, September 12

কিভাবে হবে নির্বাচন তা বাংলাদেশকেই ঠিক করতে হবে: মজিনা


ঢাকা: কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা বাংলাদেশকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সফরে থাকাকালীন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুই নেত্রীকে নির্বাচন বিষয়ে একটি চিঠি দিয়েছেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান করেছেন। জাতীয় নির্বাচনে সহিংসতা এড়াতে হলে দুই দলের নেত্রীকেই গঠনমূলক সংলাপে বসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। 

মজিনা বলেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এরমধ্যেই দুই নেত্রীকে সংলাপে বসার জন্য চিঠি দিয়েছেন। সংলাপের উদ্যোগ দুই দলকেই নিতে হবে। এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সহিংসতার স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়