ঢাকা: সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র দিতে শুরু করেছে আমেরিকা। এ তথ্য জানিয়েছেন বিদ্রোহীদের অন্যতম প্রতিনিধি এবং কথিত ন্যাশনাল কোয়ালিশনের নেতা খালিদ সালেহ।
বুধবার আমেরিকার রাজধানী ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সালেহ। এ সময় তিনি বলেন, তুরস্ক থেকে তিনি আমেরিকায় পৌঁছেছেন।
সিরিয়ার বিদ্রোহীদের পক্ষে যে প্রতিনিধিদল আমেরিকা সফরে গেছেন সালেহ হচ্ছেন সে দলের একজন। সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও কংগ্রেস সদস্যদেরকে রাজি করাতে এ প্রতিনিধিদল আমেরিকা সফর করছে।
এর আগে, আমেরিকা সবসময় বলে এসেছে- তারা শুধুমাত্র যোগাযোগ সরঞ্জাম এবং অন্যকিছু জিনিস সরবরাহ করেছে; অস্ত্র সরবরাহ করেনি। কিন্তু সালেহ’র এ বক্তব্য থেকে আমেরিকার আগের দাবি মিথ্যা প্রমাণিত হলো।
খালিদ সালেহ জানান, সালিম ইদ্রিসের নেতৃত্বে সর্বোচ্চ সেনা পরিষদের কাছে সম্প্রতি আমেরিকা অস্ত্র সরবরাহ শুরু করেছে। খালিদ সালেহ দাবি করেন, সামরিক পরিষদ আমেরিকাকে এ কথা বোঝাতে সক্ষম হয়েছে যে, মার্কিন প্রশাসনের দেয়া অস্ত্র ‘ভুল হাতে পড়বে না’।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়