Monday, September 30

কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে সেমিনার


নরসিংদী:  জাতীয় কন্যা শিশু দিবস ২০১৩ উপলক্ষে শিল্পকলা একাডেমীতে সোমবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। এ সময় জেলা প্রশাসক নরসিংদী ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী পশ্চিম ব্রাহ্মন্দীর মোঃ আলী ফরাজী ও সাহিদা বেগমের কন্যা সাদিয়া আক্তার বুশরা নামে এক শিশুকে বিশেষ অতিথির সম্মানে ভূষিত করে মঞ্চে জেলা প্রশাসকের পাশে বসানো হয়। 
অনুষ্ঠানে সাদিয়া ইসলাম বুশরা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে মাহমুদা খানম জেলা তথ্য কর্মকর্তা সানজীদা আমীন,নরসিংদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক খাদিম হোসেন প্রমূখ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান ইমাম,মাদ্রাসা শিক্ষক নয়ন মোল্লা,পাপড়ীর নির্বাহী পরিচালক আবু বাছেদ,ঢাকা আহছানিয়া মিশনের এলাকা সমন্বয়কারী তপন কুমার সরকার,ব্র্র্যাকের প্রতিনিধি প্রবাল কুমার সাহা। প্রধান অথিতি জেলা প্রশাসক ওবায়দুল আজম বলেন মেয়েরা দুর্বল নয়। গার্মেন্টস ফ্যাক্টরীর সকল কাপড় মেয়েরা তৈরী করে থাকে। সভ্যতা বজায় রাখার জন্য তারা সন্তান জন্ম দেয়। কৃষি চাষ মেয়েরা আবিস্কার করেছে। অভিভাবকদের মানষিক নির্যাতনে একটি মেয়ের করুন মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি কন্যা শিশুদের আত্মহত্যার প্ররোচনার জন্য পিতা মাতাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান। তিনি আরো বলেন নরসিংদীতে ১৮শত কোটিপতি রয়েছে তাদের মেয়েরা লেখা পড়া করলেও ছেলেদের লেখাপড়া করায় না। তাদেরকে ব্যাবসা দেখানোর জন্য বসিয়ে দেয়া হয়। লেখা পড়া ছাড়া ব্যাবসা দেখা শুনা কোন ক্রমেই সফল  হবে না। এক ব্যাবসা ধংস হযে যাবে। যে কোন কাজে লেখা পড়ার কোন বিকল্প নেই। তিনি বলেন বর্তমান সরকারের আমলে দেশ যখন এগিয়ে যাচ্ছে, নারীরা যখন স্কুল কলেজ অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে চাকুরী করছে। সে সময় কিছু বদমাস ধর্মান্ধ লোক মহিলাদের কে আর ঘরের বাইরে যেতে দেবে না বলে হুমকী দেয়। অথচ তারা দেশের স্বাধীনতা চায়নি । দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।দেশকে তালেবানী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। আসুন সকলে মিলে তাদের এদেশ থেকে বিতারিত করি।মৌলবাদী ফতুয়াবাজদের আমারা বর্জন করব। তিনি কন্যা শিশুর প্রতি বৈষম্য দূরীকরণসহ তাদের শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী রূপে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। 
এদিকে নরসিংদীতে কর্মরত বেসরকারী সংস্থা এমডিএস বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সহযোগীতায় শিশু অধিকার সপ্তাহ ও কন্যা শিশু দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।---ডিনিউজ 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়