Monday, September 16

শ্রীমঙ্গলে পারস্পারিক শিখন বিষয়ক কর্মশালা

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় স্থানীয় সরকার প্রতিষ্টান সমূহের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পারিক শিখন প্রাতিষ্ঠানিক করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় এবং স্থানীয় উন্নয়ন সংস্থা এমসিডার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। বক্তব্য রাখেন, এমসিডার প্রধান নির্বাহী মোঃ তহিরুল ইসলাম মিলন, সভাপতি মিজানুর রহমান আলম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ মিয়া ও শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তী প্রমুখ। সভায় উপজেলার ৯টি ইউনিয়নের  চেয়ারম্যান, সচিব, মহিলা ও  পুরুষ ইউপি সদস্য-সহ সাংবাদিক এবং সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিটি ইউনিয়ন থেকে ভোটের মাধ্যমে ৫টি করে ভালো কাজ চিহ্নিত করে পরে সকলের সাথে তা শেয়ার করা হয়। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়