Thursday, September 12

খুলনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত


খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলায় জমিজমা সক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে জাহাঙ্গীর আকন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে এলাকার আলী আহমেদ ও জজ আলীর পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রাত ১টায় জজ আলীর নেতৃত্বে একটি সশস্ত্র গ্রুপ আলী আহমেদের বাড়িতে হামলা চালায়। এসময় আলী আহমেদের পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এসময় প্রতিবেশী দিনমজুর জাহাঙ্গীর আকনও গুরুতর আহত হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার ভোরে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
এ সময় উভয় দলের ৬ জন আহত হন। আহতরা হলেন- আলী আহমেদের স্ত্রী ফাতেমা বেগম (৫৫), ছেলে রিপন হাওলাদার (২৬), বাদশা (৩৩), রেজাউল (৩২), মেয়ে শান্তি বেগম ও জামাতা হেমায়েত হাওলাদার আহত হয়।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সকাল ৯টায় এলাকাবাসী পুলিশকে খুনের খবর দেয়। পুলিশ ঘটনা স্থানে গিয়ে জানতে পারে জাহাঙ্গীরের প্রতিপক্ষ মুক্তার আলী ও আলতাফের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে জাহাঙ্গীরের মৃত্যু হয়।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়