নিজস্ব প্রতিবেদক:
আবুল খায়ের ও কুহিনুর কোম্পানীর কানাইঘাটের পরিবেশক আলহাজ্ব আজির উদ্দিনের মালামাল বিক্রির নগদ ২লক্ষ ৩০হাজার টাকা নিয়ে গত মঙ্গলবার শৈলেন দাস নামে এক কর্মচারী পালিয়ে গেছে। এ ঘটনায় আবুল খায়ের কোম্পানীর কানাইঘাটের পরিবেশক আজির উদ্দিন বাদী হয়ে আজ কানাইঘাট থানায় কোম্পানীর কর্মরত ডি.এস.আর কানাইঘাট সদর ইউপির উমাগড় গ্রামের বজেন্দ্র দাসের পুত্র শৈলন দাস (২৫) কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার কানাইঘাট উত্তর বাজারের কোম্পানীর অফিস থেকে বিক্রির উদ্দেশ্যে মালামাল নিয়ে রাজাগঞ্জ বাজারের ডি.এস.আর শৈলেন দাসসহ আরো কয়েকজন যান। পরবর্তীতে মালামাল বিক্রি নগদ ২লক্ষ ৩০হাজার টাকা নিয়ে সে পালিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করার পর শৈলেন দাসের কোন সন্ধান না পেয়ে ২লক্ষ ৯৩হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে থানায় মামলা করেন কোম্পানির পরিবেশক বড়দেশ উত্তর গ্রামের আজির উদ্দিন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়