Wednesday, September 11

সরকার ড. ইউনূসকে হেনস্তা করার জন্য মামলার আয়োজন করছে : ফখরুল

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার জন্য এমন কাজ নেই যা তারা করেনি। 'আন্তর্জাতিকভাবে সম্মানিত ড. ইউনুস এখন নিজ দেশের সরকারের নিকট অসম্মানিত ও অপমানিত। এখন মনে হয় সরকার আরো হেনস্তা করার জন্য তড়িঘড়ি করে তার বিরুদ্ধে মামলা দায়েরের আয়োজন করছে।'

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

গ্রামীণ ব্যাংকের মতো একটি আন্তর্জাতিক সুনাম অর্জনকারী আর্থিক প্রতিষ্ঠানকে ধবংস করে ফেলা হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে মির্জা আলমগীর বলেন, এই প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত ৮৪ লাখ মহিলার জীবন-জীবিকার পথকে বন্ধ করে দিয়েও সরকারের ক্ষোভ প্রশমিত হচ্ছে না। তাই ধারাবাহিক আক্রমণের মুখে ড. ইউনূসকে চূড়ান্ত পর্যুদস্ত করা তার বিরুদ্ধে সব রকমের অপমানজনক কর্মকান্ড ও ক্ষতির অব্যাহত ধারাবর্ষণ চলছে। বর্তমান সরকার জনগণের ইচ্ছা-অনিচ্ছা আমলে নেয় না।

তিনি বলেন, 'বর্তমান সরকার জনগণের ইচ্ছা-অনিচ্ছা আমলে নেয় না, তাই দায়িতজ্ঞানহীন উক্তি ও কাজকর্ম, কুত্সা, মিথ্যা ও ব্যক্তিগত চরিত্র হননের বেপরোয়া ন্যাক্কারজনক প্রচার চালিয়ে দেশের গুণীজনসহ বিরোধী সমালোচকদের দমন করার জন্য সবধরনের পদক্ষেপ নিতে এখন উদ্যত হয়েছে।'

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, 'ড. ইউনূসের মতো দেশের একজন কীর্তিমান ব্যক্তি যদি হয়রানি ও হেনস্তার শিকার হন তাহলে বিরোধী দল ও সাধারণ মানুষ কত অসহায় অবস্থায় আছে তা সহজেই অনুমেয়।'

ড. ইউনূসের প্রতি সরকারের এহেন বিদ্বেষমূলক আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের উদ্যোগ থেকে সরে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান মির্জা আলমগীর।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়