বিএনপি কয়েকটি সিটি করপোরেশন নির্বাচনে জয় লাভ করে ক্ষমতায় চলে এসেছে এমন ধারণা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, "সিটি করপোরেশন নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচনকে এক পাল্লা পরিমাপ করা ঠিক নয়।"
হানিফ বলেন, "সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিএনপির চোখে পড়ে না, তাই তাদের দেখানোর জন্যই বিলবোর্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, "ক্ষমতায় থাকতে আপনারা (বিএনপি) যদি কোন উন্নয়ন করে থাকেন তবে তা জাতির সামনে তুলে ধরেন। বিলবোর্ডে প্রচার করুণ।"
‘সরকারের প্রতি জনগণ অনাস্থা দেখিয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, "বিএনপি চার সিটি করপোরেশনে জিতে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আপনারাই (বিএনপি) বলেছেন সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচন এক নয়। তাই বলতে চাই আওয়ামী লীগ যদি সঠিকভাবে তাদের সরকারের উন্নয়ন প্রচার করতে পারে তাহলে আগামী নির্বাচনে আমরাই জয়লাভ করব।"
‘বিলবোর্ডে অসত্য তথ্য দেওয়া আছে’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের এমন অভিযোগের সমালোচনা করে তিনি বলেন, "রোজা রেখে টুপি পড়ে এমকে আনোয়ার মিথ্যাচার করছেন। বিলবোর্ডে কোথায় অসত্য তথ্য আছে তা আমাদের দেখিয়ে দিন। অন্যথায় এই মিথ্যা অপপ্রচারের জন্য জাতির কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে।"
ঈদের পর জামায়াতের হরতালকে রুখে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে তাদের এই হরতাল আদালত অবমাননার শামিল। হরতালের নামে তাদের এই অপতৎপরতা কখনও মেনে নেওয়া হবেনা।"
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ অনেকে।---পরিবর্তন
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়