নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট
রাজাগঞ্জ বাজারের এক চাল ব্যবসায়ীকে আজ রবিবার তারাবীহ নামাজ শেষে বাড়ি ফেরার পথে
কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজনদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ৯নং
রাজাগঞ্জ ইউপির নয়ামাটি (পাহাড়) গ্রামের মৃত সরাফত আলীর পুত্র রাজাগঞ্জ বাজারের
চাল ব্যবসায়ী আবুল কালাম মিনার (৫০) বাজারের মসজিদে তারাবীহ নামাজ পড়ে রাত সাড়ে ১০টার
দিকে নিজ বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে মইনা গ্রামের খালিবাড়ি নামক স্থানে আসামাত্র অজ্ঞাতনামা
দুর্বৃত্তরা ব্যবসায়ী আবুল কালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে
পালিয়ে যায়। পরে তার
আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত এ ব্যবসায়ীকে উদ্ধার করে
সিলেট ওমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ এ রিপোর্ট
লেখা পর্যন্ত ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে জানা যায়। তবে কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তার কারণ জানা যায়নি।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
hotat kanaighatey osanti keno
ReplyDeletekali kali kun
ReplyDelete