Tuesday, August 13

গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ ১


আগৈলঝাড়া (বরিশাল): জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় একজন টেটা বিদ্ধ ও মহিলাসহ দুই জন আহত হয়েছে। হামলাকারীরা বসত ও রান্না ঘর ভাঙচুর করে লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের গৌরনদী ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত নুর আলম রাঢ়ীকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ওই গ্রামের ইউনুস রাঢ়ীর সাথে তার ভাতিজা নুর আলমের রাঢ়ীর সাথে দীর্ঘ দিন যাবত বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার বিকেলে ইউনুস রাঢ়ীর ছেলে কামাল রাঢ়ী বাড়ির কুল (বড়ই) গাছের ডাল কাটতে যায়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতান্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় নুর আলমের রাঢ়ীর নেতৃত্বে তার সহযোগীরা ১০/১২ জন হামলা চালিয়ে ইউনুস রাঢ়ীর বসত ও রান্না ঘর ভাঙচুর করে। এ সময় ইউনুস রাঢ়ীর ছেলে কামাল রাঢ়ীকে টেটা বিদ্ধ করে। তাকে রক্ষার জন্য তার বাবা ইউনুস রাঢ়ী ও তার মা ইজ্জাতন নেচ্ছা এগিয়ে আসলে তাদেরকে বেদম মারধর করে। এসময় তারা ওই ঘরে লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। গুরুতর অবস্থায় গৌরনদী উপজেলা হাসপাতালে ভতি করা হয়। গৌরনদী হাসপাতালের কর্মরত চিকিৎসক কামাল রাঢ়ীর শরীর থেকে টেটা অপসার করতে না পারায় গভীর রাতে তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ইউনুস রাঢ়ী বাদি হয়ে মঙ্গলবার ৬ জনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ নুর আলম রাঢ়ীকে গেফতার করেছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়