ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘নির্দলীয় সরকারের দাবির বিষয়ে সরকার বরফের মতো শক্ত হয়ে আছে। আগামি অক্টোবরে সরকারের এ বরফ গলা শুরু হবে।’
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আঞ্চলিক অনলাই পত্রিকা নোয়াখালীওয়েব আয়োজিত ‘রাজনীতি, অর্থনীতি ও সমাজ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্দলীয় সরকারের জন্য আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল। তারাই (আওয়ামী লীগ) আজ এ ব্যবস্থা বাতিল করলো। স্ববিরোধীতা করা হলো আওয়ামী লীগের কাজ । তারা মনে করে যা তাদের জন্য ভালো, সেটায় ভালো। আর যা তাদের জন্য খারাপ তাই খারাপ।’
অনলাইন পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক খালেদ সাইফুল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালীর সাংসদ জয়নাল আবেদীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যারয়ের শিক্ষক শাহ আলম, ব্যরিস্টার শারফুদ্দিন তানজিম, প্রকৌশলী এম এ আজিজ প্রমুখ।
মওদুদ আহমেদ বলেন,‘আওয়ামী লীগ সরকার নিজেদের অধীনে নির্বাচন করতে যত রকম অপকৌশল, অজুহাত ও আপত্তি করুক না কেন, কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেয়া হবে না।’
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে শুধু দেশেই নয়, বিশ্বে জনমত সৃষ্টি হয়েছে মন্তব্য করে মওদুদ আহমেদ বলেন, জনগন চায় সকল দলের অংশ গ্রহনে নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহনযোগ্য নির্বাচন। কিন্তু ক্ষমতাসীনরা বিশ্ব জনমত উপক্ষে করে ক্ষমতা ধরে রাখতে স্বপ্ন দেখছে। তাদের এ স্বপ্ন ধুলিসাৎ হয়ে যাবে।
সরকার যদি নির্দলীয় সরকারের এজেন্ডা নিয়ে সংলাপ করতে চায়, তা হলে বিএনপি সংসদ বা সংসদের রাইরে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন তিনি।
নিরপেক্ষ সরকারের প্রধান যদি সংসদের স্পিকার বা রাষ্টপতিকে করা হয়, তাহলেও বিএনপি নির্বাচনে অংশ নিবে না জানিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘কারণ তারাও দলীয় ব্যক্তি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু বলেন, ‘সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। দেশের জনগন ও গনতন্ত্রকে রক্ষা করার চাবি-কাঠি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। তিনি উদ্যোগ নিয়ে দেশকে রক্ষা করতে পারেন।’
অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাংসদ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘গত ৪/৫ বছরে সরকার দুর্নীতি ও অনিয়ম করে আসছে। আজ নির্বাচন হলে কাল বিএনপি ক্ষমতায় আসবে।’
ডিনিউজবিডি
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়