Monday, August 12

হরতালে সমর্থন নেই বিএনপির

ঢাকা :  মঙ্গল ও বুধবার জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালে এখনও সমর্থন দেয়নি বিএনপি৷ শেষ পর্যন্ত সমর্থন দেবে না বলেই মনে হচ্ছে৷ তবে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ বা তার নিবন্ধন বাতিলের বিরুদ্ধে ৷
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ এসব কথা জানিয়েছেন ৷
ঈদের ছুটি শেষ হয়েছে শনিবার৷ রোববার থেকে সরকারি অফিস আদালত খুলেছে৷ আর মঙ্গল ও বুধবার সারাদেশে জামায়াতে ইসলামীর টানা ৪৮ ঘণ্টার হরতাল৷ হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করায় ঈদের আগেই তারা এই হরতাল ডাকে৷ এই হরতাল নিয়ে ব্যাপক সমালোচনা হলেও জামায়াত তা প্রত্যাহার করেনি৷ একদিন পিছিয়েছে মাত্র৷ তবে এই হরতাল নিয়ে জামায়াত নেতাদের হাইকোর্টে তলব করা হয়েছে৷ হাইকোর্ট জানতে চেয়েছে আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল, কেন আদালত অবমাননা হবে না৷
জামায়াত নেতারা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি৷ তবে তাদের ওয়েবসাইটে দেশবাসীকে হরতাল পালনের আহবান জানানো হয়েছে৷ আর জামায়াতের আইনজীবী আ্যডভোকেট তাজুল ইসলাম বলেন, জামায়াতের হরতাল নিয়ে যেহেতু হাইকোর্ট একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তাই এ নিয়ে কোনো কথা বলা ঠিক হবে না৷
এদিকে হরতালে বিএনপি এখনও কোনো সমর্থন দেয়নি৷ বিএনপি'র নেতৃত্বে ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, ‘জামায়াত দলীয়ভাবে হরতাল ডেকেছে৷ তাই বিএনপি এই হরতালে সমর্থন দেয়নি৷ অতীতেও যুদ্ধাপরাধের বিচার বন্ধসহ নানা ইস্যুতে জামায়াত হরতাল করেছে৷ সেইসব হরতালেও সমর্থন দেয়নি বিএনপি৷’
তিনি বলেন, ‘জামায়াত ১৮ দলীয় জোটের শরিক৷ তাই বলে তার সবধরনের দলীয় বিষয়ে বিএনপি'র সমর্থন থাকবে এটা যৌক্তিক নয়৷ আর জোটের কর্মসূচি জোটগতভাবে দেওয়া হয়৷ তারপরও যদি জোটের সঙ্গে যুক্ত কোনো দলের হরতালসহ অন্যান্য কর্মসূচিতে জোটের রাজনৈতিক স্বার্থ প্রতিফলিত হয় তাহলে সেই কর্মসূচিতে বিএনপিসহ জোটভুক্ত অন্যান্য দল সমর্থন দিতে পারে।’
তবে হান্নান শাহ মনে করেন সরকার আদালতকে তার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহার করছে৷ তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশে রাজনৈতিক বিষয়ে আদালত সিদ্ধান্ত দেন না৷ রাজনৈতিক বিষয়ে রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত হয়।’
তিনি বলেন, ‘জামায়াতকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন৷ আর এই নিবন্ধন প্রক্রিয়া চলমান৷ কোনো ভুল হলে তা সংশোধনের সুযোগ আছে৷ নিবন্ধন বাতিল করার ক্ষমতাও নির্বাচন কমিশনের৷ তাই এটাকে আদালতে টেনে নেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই৷’
হান্নান শাহ বলেন, ‘দেশদ্রোহী কার্যকলাপ ছাড়া অন্যকোনো কারণে কোনো দলের নিবন্ধন বাতিল বা দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি৷ বিএনপি একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী৷ সেখানে ভিন্নমতের সুযোগ থাকতে হবে।’
এদিকে হরতালে ১৮ দলের অন্য কোনো শরিকের সমর্থনও জামায়াত জোগাড় করতে পারছে না বলে জানা গেছে৷ ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ বলে দেওয়া হাইকোর্টের রায়ের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি৷ জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদের অনুরোধে একদিন পর বিএনপি প্রতিক্রিয়া জানায়৷ সেই প্রতিক্রিয়ায় সরাসরি জামায়াতের নাম উল্লেখ না করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল বা দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি৷--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়