Tuesday, August 27

এরশাদের মামলা প্রত্যাহারে আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

ঢাকা : সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আদালতে বিচারাধীন মামলা প্রত্যাহারের দাবিতে সরকারকে দেয়া দলের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের শেষ মুহূর্তে মঙ্গলবার এরশাদের সাথে দেখা করেছেন অনুজ বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। তিনি এরশাদকে আশ্বস্ত করে বলেছেন, আন্দোলনের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী আপনার মামলার বিষয়টি নিজেই দেখছেন। এ নিয়ে চিন্তার কিছু নেই। খুব শিগগির মামলা প্রত্যাহার হবে। জিএরম কাদেরের সাক্ষাতের পরই এরশাদ কনিষ্ঠপুত্র এরিকের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। 

মঙ্গলবার জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এ তথ্য জানিয়ে বলেছেন, আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে বার বার অনুরোধ করে আসছি। সরকার আমাদের কোনো অনুরোধই আমলে নিচ্ছে না। তাই বাধ্য হয়েই গত রোববার দলের পক্ষ থেকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এরই প্রেক্ষিত সরকারের প্রতিনিধি হিসেবে বাণিজ্যমন্ত্রী সকালে স্যারের সাথে দেখা করেছেন। সরকার মামলা প্রত্যাহারে আন্তরিক বলে তিনি স্যারকে জানিয়েছেন। তিনি শুধু সরকারের বাণিজ্যমন্ত্রীই নন, স্যারের ছোটভাইও। তাই তার ওই আশ্বাসেন প্রতি আমাদের আস্থা রয়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়