ঢাকা : যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও এবাদত-বন্দেগির মধ্যদিয়ে আগামীকাল সোমবার দিবাগত রাতে দেশব্যাপী পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালন করা হবে। পবিত্র আল কোরআনের ঘোষণা অনুযায়ী- হাজার মাসের চেয়েও উত্তম- এই পবিত্র এ উপলক্ষ সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় এক রজনী। এ রাতেই মহান রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। তাই লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত অসীন। তাই সমগ্র মুসলিম জাহানেই পবিত্র লাইলাতুল কদর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত। ইসলামী বিশ্বাসে এ রাতে ইবাদতের ফজিলত হাজার মাসের চেয়ে বেশি। অর্থাৎ এ রাতের ইবাদতে হাজের মাসের সমান সওয়াব পাওয়া যায়।
এ রাতে সারা বিশ্বের মুসলমানরা সওয়াব হাসিল ও গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং এ রাতকে কেন্দ্র করে আল কদর নামে একটি সূরাও অবতীর্ণ হয়। হাদিস অনুযায়ী- ২০ রমজানের পর নাজাতের ১০ দিনের যে কোনো বিজোড় রাতে কদর রাত হতে পারে। তবে ২৬ রমজান দিবাগত রাতেই লাইলাতুল কদরের সম্ভাবনা বেশি বলে আলেম-ওলামারা মনে করেন। তাই এ রাতটিকেই পবিত্র শবে কদরের রাত হিসেবে পালন করা হয়।
অন্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, কদরের এ রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া সম্ভব। মুসলমানরা গুনাহ মাফ এবং সওয়াবের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, বিশেষ মোনাজাতসহ বিভিন্ন ইবাদতের মধ্যদিয়ে রাতটি অতিবাহিত করবেন। স্বজনদের কবরস্থানে গিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
শবে কদর উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্রই মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে রাতে বিশেষ দোয়া মাহফিল ও বয়ানের ব্যবস্থা কর হয়েছে।
পবিত্র লাইলাতুল কদরকে সামনে রেখে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে সকল সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এছাড় সরকারি বেসরকারি সব রেডিও ও টিভি চ্যানেল বিস্তারিত অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করেছে। শবে কদরের রাতের পরদিন মঙ্গলবার সরকারি ছুটি রয়েছে।
রাষ্ট্রপতির বাণী
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রদত্ত এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দোয়া কামনা করেছেন যে, পবিত্র লাইলাতুল কদরে মহান আল্লাহু রাব্বুল আলামিন তাঁর অশেষ রহমত ও বরকত দ্বারা আমাদের সকলের জীবনকে পরিপূর্ণ করে দিন। তিনি মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, ‘হাজার মাসের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। আল্লাহ তা’য়ালা বলেন, আমি কদর রাতে কোরআন নাজিল করেছি। তাই কদরের গুরুত্ব ও ফজিলত অত্যধিক।
আবদুল হামিদ বলেন, আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকী লাভের সুযোগ এনে দেয় এই রাত। মহান আল্লাহ তা’য়ালা এই রজনীতে তাঁর অশেষ রহমত, বরকত ও ক্ষমার অফুরন্ত ভান্ডার অবারিত করে দেন। মহিমান্বিত এই রাতের ফজিলত ও তাৎপর্য তাই অপরিসীম।
প্রধানমন্ত্রীর বাণী
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রদত্ত এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়। তিনি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি বলেন, সিয়াম সাধনার মাস রমজান-এর এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর। এই রাতে মানব জাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাজিল হয়।
শেখ হাসিনা বলেন, পবিত্র এ রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফেরাত। তিনি এ পবিত্র রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন।--ডিনিউজ
এ রাতে সারা বিশ্বের মুসলমানরা সওয়াব হাসিল ও গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং এ রাতকে কেন্দ্র করে আল কদর নামে একটি সূরাও অবতীর্ণ হয়। হাদিস অনুযায়ী- ২০ রমজানের পর নাজাতের ১০ দিনের যে কোনো বিজোড় রাতে কদর রাত হতে পারে। তবে ২৬ রমজান দিবাগত রাতেই লাইলাতুল কদরের সম্ভাবনা বেশি বলে আলেম-ওলামারা মনে করেন। তাই এ রাতটিকেই পবিত্র শবে কদরের রাত হিসেবে পালন করা হয়।
অন্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, কদরের এ রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া সম্ভব। মুসলমানরা গুনাহ মাফ এবং সওয়াবের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, বিশেষ মোনাজাতসহ বিভিন্ন ইবাদতের মধ্যদিয়ে রাতটি অতিবাহিত করবেন। স্বজনদের কবরস্থানে গিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
শবে কদর উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্রই মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে রাতে বিশেষ দোয়া মাহফিল ও বয়ানের ব্যবস্থা কর হয়েছে।
পবিত্র লাইলাতুল কদরকে সামনে রেখে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে সকল সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এছাড় সরকারি বেসরকারি সব রেডিও ও টিভি চ্যানেল বিস্তারিত অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করেছে। শবে কদরের রাতের পরদিন মঙ্গলবার সরকারি ছুটি রয়েছে।
রাষ্ট্রপতির বাণী
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রদত্ত এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দোয়া কামনা করেছেন যে, পবিত্র লাইলাতুল কদরে মহান আল্লাহু রাব্বুল আলামিন তাঁর অশেষ রহমত ও বরকত দ্বারা আমাদের সকলের জীবনকে পরিপূর্ণ করে দিন। তিনি মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, ‘হাজার মাসের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। আল্লাহ তা’য়ালা বলেন, আমি কদর রাতে কোরআন নাজিল করেছি। তাই কদরের গুরুত্ব ও ফজিলত অত্যধিক।
আবদুল হামিদ বলেন, আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকী লাভের সুযোগ এনে দেয় এই রাত। মহান আল্লাহ তা’য়ালা এই রজনীতে তাঁর অশেষ রহমত, বরকত ও ক্ষমার অফুরন্ত ভান্ডার অবারিত করে দেন। মহিমান্বিত এই রাতের ফজিলত ও তাৎপর্য তাই অপরিসীম।
প্রধানমন্ত্রীর বাণী
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রদত্ত এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়। তিনি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি বলেন, সিয়াম সাধনার মাস রমজান-এর এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর। এই রাতে মানব জাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাজিল হয়।
শেখ হাসিনা বলেন, পবিত্র এ রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফেরাত। তিনি এ পবিত্র রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
ইসলাম
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়