নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্ত্বাশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠা ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১১টায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সাড়ে ১১টায় জাতীয় শোক দিবসের র্যালি এবং দুপুর ১২টায় ইউটিডিসি হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর এক আলোচনাসভার আয়োজন করা হয়। নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ্য সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুহেব আহমদ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল হক, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন প্রমুখ।
উপজেলা আ'লীগ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা আ'লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে শোকাবহ পরিবেশে পালিত হয়েছে। উপজেলা আ’লীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বাধীন গ্রুপটি পৃথকভাবে কানাইঘাট বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি বাদ আসর কানাইঘাট বাজার জামে মসজিদে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল ও শিরনি বিতরন করা হয়। বাদ মাগরিব মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিনের পরিচালনায় দলীয় কার্যালয়ে শোকসভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমদ, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুবশ্বির আলী, জালাল আহমদ, ফারুক আহমদ, আব্দুল হাই, মাসুক মেম্বার, এডভোকেট আব্দুল খালিক, বিলাল আহমদ, বীরমুক্তিযোদ্ধা সামছুল হক, কাওছার মেম্বার, জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মামুন রশিদ সাজু, আখতার হোসেন প্রমুখ। অপরদিকে উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, নেতৃত্বাধীন গ্রুপের নেতাকর্মীরা পৃথকভাবে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মিলাদ, দোয়ামাহফিল, শিরনি বিতরণ এবং সদর ইউপি কার্যালয়ে বিকেল ৩টায় আলোচনা সভার আয়োজন করে। অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, আ’লীগ নেতা জালাল আহমদ, আব্দুল লতিফ, পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক নছির উদ্দিন প্রধান, খলিলুর রহমান, নাজমুল ইসলাম হারুন, তৌহিদুর রহমান, ইউপি সদস্য দুদু মিয়া, ফখরুল ইসলাম, যুবলীগনেতা ইকবাল, আব্দুল মুমিন, শহিদ আহমদ, মাহবুবুর রশিদ, শ্রমিকলীগের আহ্বায়ক জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, নজরুল ইসলাম সাজু, খছরুজ্জামান, মাছুম আহমদ, আশরাফুজ্জামান প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়