ঢাকা: জাতিসংঘের অনুমোদন ছাড়া আমেরিকা সিরিয়ায় হামলা চালাতে পারে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাসায়নিক অস্ত্রের হামলার কথিত অভিযোগে আমেরিকা সিরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হওয়ার পর তিনি এ কথা বললেন।
ওবামা বলেছেন, “সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ এবং জাতিসংঘের অনুমোদন ছাড়া আমেরিকা যদি কোনো দেশে হামলা চালাতে যায় তাহলে আন্তর্জাতিক আইনে তা সমর্থন করে কিনা তা নিয়ে প্রশ্ন উঠবে। এ বিষয়গুলো আমাদের বিবচেনায় নিতে আসতে হবে।” মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাতকারে ওবামা এসব কথা বলেছেন।
ওবামা বছর খানেক আগে বলেছিলেন, সিরিয়া যদি রাসায়নিক হামলা চালায় তাহলে সে লাল সীমা পার হবে এবং আমেরিকার পক্ষ থেকে কঠিন জবাব পাবে। তার এ বক্তব্যের জের ধরে সিএনএন ওবামাকে প্রশ্ন করে এবং তার জবাবে তিনি জাতিসংঘের অনুমোদনের কথা বলেছেন। সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা গত কয়েক দিন আগে অভযোগ তুলেছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি সেনারা রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে এবং এতে ১,৩০০ মানুষ মারা গেছে। বিদ্রোহীদের এ দাবির পর পশ্চিমা বলদর্পী শক্তিগুলো
সিরিয়ায় হামলার পথ খুঁজছে। তবে, সিরিয়া জোরালো ভাষায় বিদ্রোহীদের এ দাবি প্রত্যাখ্যান করেছে। ইরান রাশিয়া বলেছে, সিরিয়ায় সামরিক হামলা মেনে নেয়া হবে না।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়