Thursday, August 8

বানীগ্রাম ও ঝিংগাবাড়ী ইউপি আ’লীগের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
 সিলেট জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে তখন বিরোধী জোট ইসলামের অপব্যাখ্যা দিয়ে মিথ্যা প্রচারণার মাধ্যমে এদেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আ’লীগের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিরোধী দলের অপপ্রচার মোকাবেলায় গ্রাম গঞ্জে আ’লীগের সাড়ে চার বছরের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার আহ্বান জানিয়েছেন। মাসুক উদ্দিন আহমদ  বুধবার বিকেল ৫টায় কানাইঘাট গাছবাড়ী বাজার বন্ধন কমিউনিটি সেন্টারে বানীগ্রাম ও ঝিংগাবাড়ী ইউপি আ’লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আ’লীগ নেতা মাষ্টার মাহমুদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও জেলা ছাত্রলীগ নেতা হামজা হেলালের যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক। বক্তব্য রাখেন থানা আ’লীগ নেতা ওলিউর রহমান, জালাল উদ্দিন, লোকমান আহমদ, মাষ্টার ফয়জুল হক, মামুন রশিদ, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, ছাত্রলীগ নেতা সুমন আহমদ, জামিল আহমদ প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়