নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সদর ইউনিয়ন:
কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের উদ্যোগে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক ইফতার মাহফিল গত শনিবার স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, সিনিয়র আ’লীগ নেতা জালাল আহমদ, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মামুন রশিদ, পৌর বিএনপির সভাপতি ইফজালুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, ওসি (তদন্ত) বজলার রহমান, ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ, নাছির আহমদ, খলিলুর রহমান, নাজমুল ইসলমা হারুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি তারেক আহমদ চৌধুরী, আ’লীগ নেতা আব্দুল লতিফ, যুবলীগ নেতা ইউপি সদস্য দুদু মিয়া, জাহাঙ্গীর আলম রানা, শাহেদ আহমদ, ইকবাল আহমদ, ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, নজরুল ইসলমা সাজুসহ আ’লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক কানাইঘাট শাখা:
ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ রবিবার বিকেল ৫টায় শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক শেখ মোঃ ওয়ালি উলাহর সভাপতিত্বে ও প্রবেশনারী অফিসার ফয়সল আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট লাল দিঘীর পাড় শাখা প্রধান ফরিদ আহমদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মনসুরিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ মোঃ খলিলুর রহমান। রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, মাওঃ রফিকুল হক, জিলুর রহমান, গাছাবাড়ী মহিলা মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ জাকারিয়া, সমাজসেবী রফিক আহমদ, ব্যাংকের গ্রাহক কানাইঘাট ব্যাংকের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের কানাইঘাট শাখার অপারেশন ম্যানেজার কায়সার আহমেদ, সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা আহমেদ জোবায়ের প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফরিদ আহমদ ইসলামী ব্যাংকের ত্রিশ বছরের ব্যাংকিং কার্যক্রম তুলে ধরে বলেন এ ব্যাংক ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত হয়ে আসেছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানব কল্যাণ, জবাব দিহিতার মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে দেশের সেরা ব্যাংকে পরিণত হয়েছে। কোন দল গোষ্ঠী ও পেশার সাথে ইসলামী ব্যাংকের সম্পর্ক নেই বলে জানান।
কানাইঘাট লক্ষীপ্রসাদ শিক্ষা ট্রাষ্ঠ:
গত শনিবার লক্ষীপ্রসাদ শিক্ষা ট্রাষ্ঠ,কানাইঘাট এর উদ্যোগে স্থানীয় বুধবারী বাজার কার্যালয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ট্রাষ্ঠ সভাপতি জনাব রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রগতি সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও ট্রাষ্ঠ এর অডিট পরিষদ সদস্য মাষ্টার আব্দুস সালাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুর রব, ট্রাষ্ঠ এর অডিট পরিষদ সদস্য জনাব ফয়াজুর ইসলাম,সাবেক ইউপি সদস্য জলাল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাষ্ঠের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ তুহিন,অর্থ সম্পাদক আব্দুলাহ জাবেদ,শিক্ষা সম্পাদক জাকারিয়া আহমদ,প্রচার সম্পাদক রুমান আহমদ,সদস্য ইমরান আহমদ,রাহাত আহমদ,খায়রুল আমিন,সেলিম উদ্দিন,নজরুল আমিন,আবু সুফিয়ান,জাবের আহমদ,শিহাব আহমদ,ইমরান হোসেন,ফখরুল ইসলাম প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়