Thursday, August 29

এবার ক্যারিবীয় স্পিনারদের পাশে সাকলাইন

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের সঙ্গে ট্রেনিং ক্যাম্পে কাজ করতে রাজি হয়েছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলাইন মুশতাক। তিন সপ্তাহ ব্যাপী এই ক্যাম্পে ৩ সেপ্টেম্বর থেকে যোগ দেবেন তিনি।
সিনিয়র, উদীয়মান ও মহিলা দলের বেশ কয়েকজন স্পিনারের উপস্থিতিতে শুরু হচ্ছে নতুন মাত্রার এই অনুশীলন। ওয়েস্ট ইন্ডিজ প্রধান কোচ ওটিস গিবসনের পরামর্শেই এই ক্যাম্পে আনা হয়েছে সাকলাইনকে। ৪৯ টেস্টে ২০৮ উইকেট নেওয়া এই সাবেক স্পিনার বললেন,‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোচ ওটিস গিবসন জানতে চেয়েছিল আমি তাদের স্পিনারদের সঙ্গে কাজ করতে চাই কি না। হ্যা বলতে আমি কোনো দ্বিধাবোধ করিনি।
এই ক্যাম্পে অংশ নিচ্ছেন- দেবেন্দ্র বিশু, শেন শিলিংফোর্ড, বীরাস্বামী পারমল, অ্যাশলে নার্স, আনিসা মোহাম্মেদ, শাকুয়ানা কুইন্টাইন ও স্টেফানি টেলর। বেশি সময় দিতে পারবেন না বলে এই ক্যাম্পে থাকছেন না সুনিল নারাইন, নিকিতা মিলার ও স্যামুয়েল বদ্রি।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি থাকলেও নতুন এই কাজে সমস্যা হবে না জানালেন সাকলাইন,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনও দায়িত্বে আছি আমি। ক্যারিবীয় দ্বীপে দায়িত্ব শেষে আমি বাংলাদেশে যাব। বিসিবির সঙ্গে বছরে ১০০ দিনের চুক্তি আমার আছে। তাই অসুবিধা হবে না। স্পিনারদের সঙ্গে অভিজ্ঞতা ও পরামর্শ আদান প্রদান সাকলাইনের জন্য খুব নতুন নয়। বাংলাদেশ তো বটেই। ইতোমধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড লায়ন্সের স্পিন পরামর্শকের দায়িত্বেও ছিলেন দুসরার এই আবিষ্কারক।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি থাকলেও নতুন এই কাজে সমস্যা হবে না জানালেন সাকলাইন,‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনও দায়িত্বে আছি আমি। ক্যারিবীয় দ্বীপে দায়িত্ব শেষে আমি বাংলাদেশে যাব। বিসিবির সঙ্গে বছরে ১০০ দিনের চুক্তি আমার আছে। তাই অসুবিধা হবে না। স্পিনারদের সঙ্গে অভিজ্ঞতা ও পরামর্শ আদান প্রদান সাকলাইনের জন্য খুব নতুন নয়। বাংলাদেশ তো বটেই। ইতোমধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড লায়ন্সের স্পিন পরামর্শকের দায়িত্বেও ছিলেন দুসরার এই আবিষ্কারক।

ডিনিউজবিডি/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়