Wednesday, August 14

ম্যাচ ফিক্সিং : বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল

ঢাকা : ম্যাচ ফিক্সিংয়ে জড়িতদের বিচারের জন্য সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সাবেক এই প্রধান বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হতে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে। একটি সূত্রে এখন পর্যন্ত ট্রাইবুনালের ১০ সদস্যের মধ্যে ৭ সদস্যে নাম জানা গেছে। মাহমুদুল আমিন চৌধুরী ছাড়াও এই প্যানেলে আছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, ব্যারিস্টার রফিক উল হক, জামিলুর  রেজা  চৌধুরী, আজমালুল হোসেন কিউসি, সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং রকিবুল হাসান। মঙ্গলবার আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট আকসু বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে সাত জন জড়িত বলে জানায়। এছাড়া, দুই জন দুর্নীতির প্রক্রিয়া জেনেও সংশ্লিষ্টদের অবহিত করেনি। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এরইমধ্যে দোষ স্বীকার করেছেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়