ভিসা পেলেন স্লোডেনের বাবা লন স্লোডেন। রাশিয়ায় আশ্রয় নেওয়া সিআইএর সাবেক সদস্য স্লোডেনকে সে দেশে দেখতে তিনি এ ভিসার ব্যবস্থা করেছেন।
রোববার গণমাধ্যমে লন স্লোডেন ও তার মার্কিন আইনজীবী ব্রুস ফেইন এ তথ্য জানিয়েছেন। এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে রয়টার্স।
মার্কিন গোয়েন্দা নজরদারির তথ্য ফাঁস করে সারাবিশ্বে আলোচিত হন স্লোডেন। এ ঘটনায় তিনি নিজ দেশ ছেড়ে চলে আসেন। মস্কোর বিমানবন্দও ছেড়ে তিনি রাশিয়ার ভূখন্ডে প্রবেশ করেন। স্লোডেন এর কাছে রাশিয়ায় প্রবেশের কাগজপত্র না থাকায় ২৩ জুন বিমানবন্দরে আটকা পড়েন। এর আগে তিনি হংকং এ ছিলেন।
১ আগস্ট থেকে রাশিয়া স্লোডেনকে এক বছরের জন্যে সে দেশে সাময়িক আশ্রয় প্রদান করে।
স্লোডেনের বাবা লন স্লোডেন গণমাধ্যমে বলেন, ‘‘এখনো তারিখ ঠিক করিনি। তবে ছেলেকে দেখার জন্যে আমি ব্যাকুল হয়ে আছি। আশা করি অচিরেই একটি তারিখ নির্ধারণ করতে পারবো।”
অ্যার্টনি ব্রুস ফেইন বলেন, “ভিসার ব্যবস্থা করেছি। তবে শিগগিরই রাশিয়া সফরে যাবো।’’
স্লোডেনকে আশ্রয় দেওয়ার জন্যে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। বিষয়টির মীমাংসা করতে প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে একাধিকবার বৈঠক করেছেন।
সূত্র : রয়টার্স
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়