Thursday, August 29

কেশবপুরে হনুমান সংরক্ষেণে সচেতনতামূলক অনুষ্ঠান

কেশবপুর(যশোর): কেশবপুরের ঐতিহ্য বিরল প্রজাতির কালোমুখো হনুমান সংরক্ষণে সচেতনতামূলক অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও বিভাগীয় বন বিভাগ, খুলনা বন্য প্রাণি ও প্রকৃতি সংরক্ষণ সার্কেলের আয়োজনে উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিদ্যা বিভাগের অধ্যাপক মোঃ ফিরোজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান, সাবেক সভাপতি আশরাফুজ্জামান খান, তপন কমিার ঘোষ মন্টু, অধ্যাপক অসিত মোদক, গাজী আবু বক্কর, দুলাল চন্দ্র সাহা, সাবেক চেয়ারম্যান আজগর আলী, মাওঃ গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি রামচন্দ্রপুর গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়