কানাইঘাট সদর ইউপির ছোটদেশ মালিপাড়া গ্রামের আলাউদ্দিনের পুত্র আলোচিত স্কুল ছাত্র হুমায়ুন অপহরণ মামলার দন্ডপ্রাপ্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাজিম উদ্দিন (২৯)কে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই টিপু সুলতান এক অভিযান চালিয়ে আজ রোববার ভোর রাতে তাকে সুতারগ্রামের ভগ্নীপতির বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নাজিম উদ্দিন ছোটদেশ সতিপুর গ্রামের বর্তমান ইউপি সদস্য আফতাব উদ্দিনের পুত্র। জানা যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নাজিম উদ্দিন ও তার সহযোগীরা ২০০৪ সালে একই গ্রামের আলাউদ্দিনের পুত্র স্কুল ছাত্র হুমায়ুনকে অপহরণ করে তার পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবী করে । এ ঘটনায় হুমায়ুনের পিতা আলাউদ্দিন বাদী হয়ে অপহরণকারী নাজিম উদ্দিন ও একই গ্রামের স্কুল শিক্ষক সাদউল্লাহ গংদের বিরুদ্ধে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০৪সালের ৮ডিসেম্বর একটি মামলা করেন। যার মামলা নং জিআর ১৫০। মামলা দায়েরর পরই নাজিম উদ্দিন পালিয়ে ভারতে আসাম রাজ্যে চলে যায়। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ স্কুল ছাত্র হুমায়ুন অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামী নাজিম উদ্দিন ও সাদউল্লাহর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড রায় প্রদান করেন। পলাতক যাবজ্জীবন কারা দন্ডপ্রাপ্ত আসামী নাজিম উদ্দিন দীর্ঘ ৮বছর ভারতের আসাম রাজ্যে পালিয়ে থাকার পর ঈদুল ফিতরের দিন গোপনে নিজ বাড়িতে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসে। গোপন সংবাদের সূত্র ধরে পুলিশ তার পিছু নিয়ে রোববার ভোর রাতে তাকে সুতারগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত সাজাপ্রাপ্ত আসামীকে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে সোর্পদ করেছে পুলিশ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়