ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরি কালচার দফতর এবং বিশ্ববিদ্যালয় বৃক্ষায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির যৌথ উদ্যোগে রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রববিার দুপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বরে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ বছর ক্যাম্পাসে বৃক্ষরোপন অভিযান শুরু করা হয়। আরবরি কালচার দফতরের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মিহির লাল সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বৃক্ষায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির সভাপতি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বৃক্ষায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির সদস্য-সচিব ড. বিমল গুহ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃক্ষরোপন অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, শুধু বৃক্ষরোপন করলেই চলবে না, এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি উন্নয়ন কাজের নামে নির্বিচারে বৃক্ষ নিধন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ সচেতনতা সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপন আন্দোলনকে সফল করতে হবে।
উল্লখ্যে, ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় এ মৌসুমে বনজ, ফলজ, ওষুধি এবং সৌন্দর্যবর্ধনকারী পাঁচ শতাধিক গাছের চারা রোপন করা হবে। --পরিবর্তন
প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বরে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ বছর ক্যাম্পাসে বৃক্ষরোপন অভিযান শুরু করা হয়। আরবরি কালচার দফতরের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মিহির লাল সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বৃক্ষায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির সভাপতি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বৃক্ষায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির সদস্য-সচিব ড. বিমল গুহ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃক্ষরোপন অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে বলেন, শুধু বৃক্ষরোপন করলেই চলবে না, এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি উন্নয়ন কাজের নামে নির্বিচারে বৃক্ষ নিধন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ সচেতনতা সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপন আন্দোলনকে সফল করতে হবে।
উল্লখ্যে, ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় এ মৌসুমে বনজ, ফলজ, ওষুধি এবং সৌন্দর্যবর্ধনকারী পাঁচ শতাধিক গাছের চারা রোপন করা হবে। --পরিবর্তন
খবর বিভাগঃ
পরিবেশ
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়