Thursday, August 29

শেখ হাসিনা একদিন ক্ষমতায় থাকলে দেশ এক বছর পিছিয়ে পড়বে : কাদের সিদ্দীকি

ঢাকা : শেখ হাসিনা একদিন ক্ষমতায় থাকলে দেশ এক বছর পিছিয়ে পড়বে বললেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দীকি। এদেশের জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। হাসিনর উচিত সম্মানের সাথে তাড়াতাড়ি বিদায় নেয়া।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে দুপুরে দিগন্ত টেলিভিশনের সম্প্রচারের উপর সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী অবস্থান ও সংহতি বন্ধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ইনু তথ্যমন্ত্রী হয়েছেন। আওয়ামী লীগের জমিদারদের কাচারি ঘরের দরজার সামনে যাওয়ার যার যোগ্যতা নেই, তার সঙ্গে দিগন্ত টিভির জন্য দেন দরবার করে কোনো লাভ নেই।

তিনি বলেন, দিগন্ত টিভি বন্ধ করে সরকার ভালো কাজ করেনি। সরকার যদি ৫ মে দিগন্ত টিভি বন্ধ না করতো তাহলে তাহলে সেদিন হাজার হাজার মানুষ যে মারা যায়নি,  তার জবাব সরকারের মন্ত্রীরা দিতে পারতো।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, কল্যাণ পার্টির সভাপতি লে, জে (অব.) ইব্রাহীম বীরপ্রতিক, জাগাপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, কবি আবদুল হাই শিকদার, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়