বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার মক্কায় মসজিদুল হারামের নামাজ আদায় শেষে তারা এই শুভেচ্ছা বিনিময় করেন। চেয়ারপার্সনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় খালেদা জিয়া নওয়াজ শরীফকে অভিনন্দন জানান। নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ।
বিরোধী দলীয় নেতা গত ৩১ জুলাই মদিনা থেকে মক্কা যান। বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন।
এর আগে, গত ২৭ জুলাই ওমরা পালন করতে সৌদি আরব যান খালেদা জিয়া। সৌদি বাদশা আব্দুল্লাহর আমন্ত্রণে ১০ দিনের সফরে তিনি সৌদি আরবে যান।
সৌদি বাদশাহর মেহমান হিসেবে মদিনার রাজকীয় দারুল আমান প্রাসাদে একটি ইফতার পার্টিতেও খালেদা জিয়ার যোগ দেন।
খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন- তার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং ইস্কান্দারের স্ত্রী, দুই সন্তান, খালেদা জিয়ার সহকারী ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের সৌদি আরব বিষয়ক বিশেষ দূত মো. এনামুল হক চৌধুরী।
জানা যায়, আগামী ৭ আগস্ট খালেদা জিয়া ঢাকা ফিরবেন।---পরিবর্তন
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়