Tuesday, August 20

ভারতীয় নাগরিকের বাংলাদেশে ভোটার হওয়ার চেষ্টা!

কুমিল্লা: শৈলেন্ড কুমার সিংহ ওরপে বেরী পিতামহ সূত্রে বাংলাদেশী হলেও প্রায় ৬৫ বছর বৎসর যাবত ভারতের পশ্চিম বাংলায় উত্তর ২৪ পরগনা জেলাধীন শ্যামনগর থানার আতপুর গ্রামের বৌদ্ধমন্দির সংলগ্ন স্থানে নিজস্ব বাড়িতে বসবাস করেছেন। ইতোপূর্বে শ্যামনগরের বাড়িটি ভাড়া দিয়ে বর্তমানে দিল্লীর সন্নিকটে ফয়েজাবাদ স্থানে একটি দোকান ভাড়া নিয়ে নিজেই ব্যবসা করছেন। তার ১ স্ত্রী ও ২ পুত্র সন্তার রয়েছে। তবে এদের জন্ম ভারতে হয়েছে। সেখানে লেখাপড়া করে। ৫/৭ বছর পর পর দেশের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার লাকসামে এসে পিতা ও মাতার নিকট হতে ছলেবলে কৌশলে কিছু টাকা পয়সা নিতো। শ্যামনগর বাড়িটি তার পিতা জামিনি কুমার সিংহই তার নামে খরিদ করে। তার দুই ভাই ৪ বোন। ছোট ভাই দেশের বাড়িতে থাকে। ৫ বোনকে পিতা মাতা ও তাহার ছোট ভাই মিলে বিয়ে দেয়। আজ প্রায় ৫ বৎসর হয় তার পিতা জামিনী কুমার সিংহ মারা যায়। বর্তমানে তার মাতা ছোট ছেলের নিকট নিজস্ব বাড়িতে আছে। তার বয়স প্রায় ৯৭ বছর। আজ প্রায় ৮/৯ মাস যাবত দেশের বাড়ী কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন দুপচর গ্রামে সপরিবারে বেড়াতে এসে স্থানীয় কিছু স্বার্থন্বেষী ও প্রভাবশালী লোকদের সে হাত করে স্থানীয় ভূমি অফিস ও প্রশাসনে মোটা অংকের টাকা খরচ করে পৈত্রিক সম্পত্তির ৬০ ডিং জমি নিজস্ব নামে বাদ খারিজ করে নেয় এবং জোরপূবর্ক একটি জায়গায় একটি ঘরও তুলে রেখেছে। ইতিপূর্বে সে ছেলে মেয়ে ও স্ত্রীকে রেখে ২ বার ভারতে ও আসা-যাওয়া করছেন। বিশ্ব¯ সূত্রে জানা গেছে, নিজস্ব নামে ৬০ডিং সম্পত্তি থেকে কতক সম্পত্তি বিক্রি করে স্থানীয় প্রভাবশালী ও বখাটেদের টাকা দিয়ে জাতীয় আইডি কার্ড ও ভোটার লিস্টে নাম রাখার চেষ্টা করছেন। এ ব্যাপারে ডি নিউজের প্রতিবেদক এলাকাবাসীর সাথে আলাপ করে জানতে পারে এই ভারতীয় নাগরিকের খুটির জোর কতটুকু? তাছাড়া এক মহিলা সাংবাদিকদের বলেন, এই ভারতীয় নাগরিকের টাকা আছে বলেই সব কিছু জোর দিয়ে করে যাচ্ছে। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন, বাদ খারিজের বিরুদ্ধে বর্তমানে কুমিল্লা জেলা রাজস্ব অফিসে একটি মামলা চলছে। মামলা নং ৬৬/১২/১৩। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়