Thursday, August 15

রোববার সারাদেশে জামায়াতের বিক্ষোভ

ঢাকা : হত্যাকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। সেই সঙ্গে তারা শুক্রবার দোয়া দিবস পালন করবে।

দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

রফিকুল ইসলাম খান বলেন, ‘সরকার গণগ্রেপ্তার, হত্যা, সন্ত্রাস, অত্যাচার ও নির্যাতন চালিয়ে দেশে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ চাঁদাবাজী ও টেন্ডারবাজী করে আখের গুছাতে ব্যস্ত। তাদের সঙ্গে সঙ্গে পুলিশ ও র‌্যাব চাঁদাবাজী এবং ঘুষ বাণিজ্যে ব্যস্ত। তারা দেশের জনগণকে জিম্মী করে রেখেছে।’

তিনি বলেন, ‘সরকার ১৮ দলীয় জোটকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের প্রহসন করার ষড়যন্ত্র করছে। জামায়াতসহ ১৮ দলীয় জোটের জনপ্রিয়তার কারণেই সরকার একতরফাভাবে ভোটারবিহীন একদলীয় নির্বাচন করার পাঁয়তারা করছে।’  

জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদেরসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মী ও ওলামাদের অবিলম্বে মুক্তি প্রদান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল, জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র বন্ধ করে সরকারের পদত্যাগের দাবিতে তিনি বিক্ষোভ ও দোয়া মাহফিলের ঘোষণা দেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়