Wednesday, August 14

প্রধানমন্ত্রীর বহরে ৫ কপ্টার, টুংগীপাড়ার সফরসঙ্গী ৫০

ঢাকা: পাঁচ-পাঁচটি হেলিকপ্টার। প্রধানমন্ত্রীসহ অর্ধশত যাত্রী নিয়ে এগুলো উড়বে ঢাকা থেকে টুংগীপাড়ার আকাশে।  বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন তাঁরা। তাই এত আয়োজন।
সূত্র -ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, টুংগীপাড়ার এ সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকছেন মেয়ে সায়মা হোসেন পুতুল, মেয়ের জামাতা ও নাতি-নাতনিরাও। সঙ্গী হবেন আওয়ামী লীগের দুজন উপদেষ্টা পরিষদের সদস্য, একজন সভাপতিম-লীর সদস্যসহ দলের সাধারণ সম্পাদকও। থাকছেন স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সাংসদসহ অনেকে। তবে ৫০ জনের তালিকায় ঠাঁই হয়নি দলের অনেক শীর্ষ নেতার।

সফরসূচি অনুযায়ী সকাল সোয়া নয়টায় তেজগাঁও বিমান বন্দর থেকে একে একে উড়বে হেলিকপ্টারগুলো। প্রায় তিনঘণ্টার সফর শেষে সোয়া বারটায় সঙ্গীসহ ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। সফরকালে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত, ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ বেশকিছু কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন মেয়ের জামাতা  খন্দকার মাশরুর হোসেন। এছাড়া নাতনি এলিজি হোসেন, সামা হোসেন ও নাতি খন্দকার জারিফ মুজিব হোসেন।

মায়ের সঙ্গে না গেলেও মেয়ে সায়মা হোসেন পুতুল সঙ্গী হবেন শ্বশুর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের। মেয়ে আমরীন হোসেনও থাকবেন তাঁর সঙ্গে।

জানা গেছে, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ থাকছেন একই হেলিকপ্টারে। কয়েকজন মন্ত্রীও থাকছেন তাদের সঙ্গে। এ তালিকায় আছেন, স্থানীয় সরকার মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, রেলমন্ত্রী মুজিবুল হক। সদ্য আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য পদ পাওয়া  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংসদ শেখ হেলাল উদ্দিন, সাংসদ শেখ ফজলে নূর তাপস, কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ সালাউদ্দিন জুয়েলও সঙ্গী হবে আমু-তোফায়েলদের।

সফরসঙ্গীদের তালিকা আরও আছেন-  প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, এসএসএফ’র মহাপরিচালক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, প্রধানমন্ত্রীর এডিসি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ এবং একান্ত সচিব-২, কমাড্যান্ট, পিজিআর, প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২, মিডিয়া সদস্য ছয় জন, আব্দুল মান্নান/ জাহাঙ্গীর আলম, মিস শারমিন, মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞা, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌ বাহিনীর প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামূল বারী, ডিজিএফআই’র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আকবর হোসেন, এনএসআই মহাপরিচালক  মনজুর আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, সেনাবাহিনী প্রধানের এডিসি, এসএসএফ’র চার সদস্য, এএফডি পিএসও, এএফডি পিএস টু পিএসও, নৌ বাহিনীর প্রধানের এডিসি, বিমান বাহিনীর প্রধানের এডিসি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়