Monday, August 5

রবীন্দ্র ভারতীতেও ধর্ষণ!

ভারতের কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়কে অন্যতম আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাকোর ঠাকুর বাড়িতে অবস্থিত সাংস্কৃতি ও শিক্ষায় এই অগ্রগামী হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি রয়েছে। বিখ্যাত এই বিশ্বব্যিালয়েও ঘটেছে ধর্ষণের ঘটনা।
এই কলঙ্কময় ঘটনাটি ঘটেছে গত ৩০ জুলাই। এ ঘটনায় পুলিশ ৪ আগষ্ট রোববার ৩ জনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার শিকার ওই ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক। ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা ওই ছাত্রীর উপর আক্রমণ করে ৩ ছাত্র। তারা তাকে জোর করে টানতে টানতে নিয়ে আসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে। সেখানে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিশ্বজিত দে, শ্রীজীব শীল, সিমিয়ন সোরেন, শঙ্খ তালুকদার, তন্ময় আদিত্যের বিরুদ্ধে সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। পরে পুলিশের তদন্তে ভরসা না পেয়ে মানবাধিকার কমিশনের কাছে যায় নির্যাতিতা ছাত্রী।
এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীজীব শীল, শঙ্খ তালুকদার, কানু মণ্ডল। মূল আসামী এখনও পলাতক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়