:: বেনাপোল প্রতিনিধি ::
বেনাপোলের বোয়ালিয়া সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের ১ ট্রাক ভারতীয় শাড়ি, থ্রিপিচও থান কাপড় জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে এর সাথে জড়িতদের কাউকে আটক করতে পারেনি।
বেনাপোলের বোয়ালিয়া সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের ১ ট্রাক ভারতীয় শাড়ি, থ্রিপিচও থান কাপড় জব্দ করেছে বিজিবি সদস্যরা। তবে এর সাথে জড়িতদের কাউকে আটক করতে পারেনি।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেলমতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম সোমবার ভোরে বেনাপোল বোয়ালিয়া সীমান্তে অভিযান চালায়। এ সময়বোয়ালিয়া এলাকা থেকে যশোরগামী একটি ট্রাক থেকে মালামালগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় দেড় কোটি টাকা। জব্দকৃত মালামাল শুল্ক গুদামে জমা করা হবে।
এ ব্যপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তারা।--পরিবর্তন
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়