'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে' আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ভোট দিতে এবং বিএনপিকে সমর্থন না দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
“বিএনপি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে বর্তমান সরকারের নেয়া সকল উন্নয়ন প্রকল্প বাতিল করবে। এজন্য দেশকে আরও এগিয়ে নিতে আগামী বছরের জানুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে পুনঃনির্বাচিত করুন,” রোববার সকালে কুড়িল ফ্লাইওভারের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রাজউকের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এই ফ্লাইওভারটি।
প্রধানমন্ত্রী বলেন, “আগামী নির্বাচন অবাধ, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের গত সাড়ে ৪ বছরে অনুষ্ঠিত সকল নির্বাচন অবাধ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এসব নির্বাচন নিয়ে কেউ কোন ধরনের অভিযোগ তুলতে পারেনি।”
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গেও কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, “বর্তমান সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারে অঙ্গীকারবদ্ধ। ওই ঘৃণ্য অপরাধীরা গণহত্যা, আমাদের মা-বোনদের ধর্ষণ ও অত্যাচার এবং দেশজুড়ে লাখ লাখ বাড়িঘরে লুণ্ঠন করেছে। ৪২ বছরের পুরনো কলঙ্ক থেকে জাতিকে মুক্তি দিতে ১৯৭১ সালের অবশিষ্ট অপরাধীদের বিচার অবশ্যই সম্পন্ন করা হবে।"
বিরোধী দলের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “সহিংস কার্যক্রমের জন্য বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়া হবে না এবং বিএনপি-জামায়াতকে এ ধরনের অপরাধের দায় নিতে হবে।”
শেখ হাসিনা বলেন, “দেশের জনগণ ইতোমধ্যে যথেষ্ট ধৈর্যধারণ করেছে। নিরীহ মানুষ, পুলিশ সদস্য, রিকশাওয়ালা ও ড্রাইভারদের হত্যার পরে যদি আপনি মনে করেন আপনি ছাড় পাবেন সেটা সত্য নয়। এ ধরনের সহিংস কার্যক্রমের জন্য আপনি এবং আপনার সহযোগী জামায়াতে ইসলামীকে দায় নিতে হবে।”
বিরোধী দলের 'ধ্বংসাত্মক কার্যক্রমের' বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশবাসী খুনী ও সন্ত্রাসীদের এদেশে দেখতে চায় না।”--পরিবর্তন
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়