Thursday, August 8

কানাইঘাটে পিএম ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্টিত

 নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাটের ৫টি গ্রামের যুব ও তরুণ সমাজের সমন্বয়ে গঠিত সামাজিক সেবামূলক সংগঠন পিএম ইউনিয়নের উদ্যোগে এক ইফতার মাহফিল গত সোমবার কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পিএম ইউনিয়নের সভাপতি সমাজকর্মী শাহিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জমির উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্য মাওঃ মোঃ ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন, একই মাদ্রাসার উপাধ্য মাওঃ খলিলুর রহমান, সহকারী শিক মাওঃ হাফিজ আব্দুশ শাকুর, মাওঃ ওলিউল্লাহ, ইউপি সদস্য হোসেন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুছব্বির হারুন আহমদ, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ছাত্রনেতা সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন, পিএম ইউনিয়নের সাহেদ আহমদ, বাহার উদ্দিন মঈন উদ্দিন, শরিফ উদ্দিন, ফখরুল, রিয়াজ, সামছুদ্দিন ও হেলাল আহমদ প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়