Monday, August 26

কানাইঘাটে গৃহবধু গণধর্ষণ : ৪ ধর্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট থানা পুলিশ গত রবিবার রাতভর অভিযান চালিয়ে গৃহবধু মার্জানা বেগম (২০) গণধর্ষণের সাথে জড়িত ৪ ধর্ষককে গ্রেফতার করেছে। জানা যায়, গত শনিবার উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির দুর্গম পাহাড়ি এলাকার খাদিমপাড়া গ্রামের দুবাই প্রবাসী জালাল উদ্দিনের স্ত্রী মার্জানা বেগমকে তার নিজ বসত ঘর থেকে এলাকার বেশ কিছু যুবক গভীর রাতে অপহরণ করে পার্শ্ববর্তী একটি রাইছ মিলে নিয়ে রাতভর পালাক্রমে গণধর্ষণ করে। পরদিন রবিবার ধর্ষিতা মার্জানাকে তার স্বজনরা অসুস্থ অবস্থায় সিলেট ওমেক হাসপাতালের ওসিসিতে নিয়ে ভর্তি করেন। বর্তমানে ভিকটিম ওমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সিলেট উত্তর সার্কেলের এ.এস.পি মহি উদ্দিন ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, ওসি (তদন্ত) বজলার রহমানের নেতৃত্বে একদল পুলিশ রবিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণের ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো-ভিকটিমের ভাসুর খাদিমপাড়া গ্রামের আব্দুল মালিকের পুত্র আবুল হোসেন (৪৫), রাঙ্গাছড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য নূরুল ইসলামের পুত্র মাহবুবুর রহমান (২৩), একই গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র ইউসুফ (২৮) ও মাদারপুর গ্রামের বলু মিয়ার পুত্র আব্দুস সুবহান কালাই (৩৫)। থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী “কানাইঘাট নিউজকে”জানান, মার্জানা বেগম ধর্ষণের ঘটনার মূলহোতা তার ভাসুর আবুল হোসেনসহ ৩ ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ভিকটিমের জবানবন্দির সূত্রধরে অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে। 


শেয়ার করুন

1 comment:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়