'মির্জা ফখরুলের বডি ল্যাঙ্গুয়েজ বীভৎস ও কুৎসিত,' আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বসলেছেন "আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখার দরকার নেই, জনগণের বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করুন। জনগণের বডি ল্যাঙ্গুয়েজ বলছে তোমরা সরে দাড়াও।"
বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আজকে রাস্তায় দেখলাম উন্নয়নের বিলবোর্ড টানানো হয়েছে। আইউব খানও উন্নয়নের দশক পূর্তি করেছিল। এরপর জনজোয়ারে তার পতন ঘটেছিল। একইভাবে এরশাদেরও পতন হয়।"
রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে 'তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী ও তার পুত্র জয় কর্তৃক কটূক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে পুলিশের হামলা ও পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করে ছাত্রনেতা সিরাজকে হত্যা চেষ্টার' প্রতিবাদে এক সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, "পাঁচ সিটিতে হারার পরও যাদের বোধোদয় হয় না, তাদের কোনো সময় বোধোদয় হবে না, গণউত্থানের মধ্যে এই সরকারকে বিদায় নিতে হবে।"--পরিবর্তন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়