Sunday, August 25

দুর্গাপুরে প্রাথমিক শিক্ষাখাত প্রাপ্ত তথ্য ও অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা


দুর্গাপুর(নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা সোসিও-ইকোনমিক এন্ড রুরাল এ্যাডভান্সমেন্ট এসোসিয়েশন (সেরা) ও গণস্বাক্ষরতা অভিযানের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উপজেলার বিরিশিরি ইউনিয়নের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,এস এম সি সদস্য,জিও/এনজিও প্রতিনিধি,সাংবাদিকদের অংশগ্রহনে রবিবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী প্রাথমিক শিক্ষাখাত প্রাপ্ত তথ্য ও অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্মার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।বিরিশিরি ইউনিয়নের প্রাথমিক শিক্ষাখাত প্রাপ্ত তথ্য রিপোর্ট পেশ করেন গন সাক্ষরতা অভিযানের গবেষক এবিএম ইউসুফ। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন,সহকারী শিক্ষা কর্মকর্তা তারেক সালাউদ্দিন, গণসাক্ষরতা অভিযানের কার্যক্রম ব্যাবস্থাপক শান্তনা আইযুব, প্রেসক্লাব সাবেক সভাপতি মোহন মিয়া,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু,শাহিনুর আলম সাজু,সেরার কর্মসুচী পরিচালক আলী উসমান, ব্যবস্থাপক মাজহারুল ইসলাম মানিক, প্রশিক্ষক জয় কুমার শীল, প্রধান শিক্ষক আঃ খালেক, গিয়াস উদ্দিন প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়