নোয়াখালী: বিরোধীদল আমাগী নির্বাচন নিয়ে যে আশঙ্কা করছে তা অমূলক। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী উন্নয়ন ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী শীর্ষক (আরইআরত্রমপি) প্রকল্পের আওতায় দুঃস্থ মহিলাদের মধ্যে সঞ্চয়ের টাকা বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি এই এলাকার কারো সাথে কোন দ্বন্দ্বে যাবোনা। তাৎক্ষণিক কোন ওয়াদা বা কথা তাৎক্ষণিক কোন সুবিধা নেওয়ার জন্য আমি বলবো না। এটা জনগণের সাথে ধোঁকাবাজি, এটা রাজনীতিবিদদের আস্থা কমিয়ে দিচ্ছে জনগণের মাঝে। নেতা যদি কথা দিয়ে কথা না রাখে জনগন কার কাছে যাবে। আগামী নির্বাচন অতীতের মতো সকল দলের অংশ গ্রহনে অনুষ্ঠিত হবে। জনমতের হাওয়া যেদিকে যাবে, তারাই আগামী নির্বাচনে জয়ী হবে।সরকারের স্বরূপ বড় কথা নয়। নির্বাচনকালিন সরকার নির্বাচন কমিশনকে কতটুকু নিরপেক্ষ রেখেছে ত্রবং নির্বাচন নিরপেক্ষ হল কিনা ত্রটিই হচ্ছে দেখার বিষয়। সরকার প্রশাসনের কাছে দল বাজি চায় না, নিরপেক্ষতা চায়। আসামী ধরতে গিয়ে যেন গোপন হাতের লেনদেন মুখ্য হয়ে না উঠে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি)মোহাম্মদ সিরাজুল ইসলাম, নোয়াখালী পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সম্পাদক।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়