ঢাকা : আগামী ১৯শে আগস্ট ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকদল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকদল এ আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া সংগঠনটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করেছে।এতে সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ ই আগস্ট সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত, ১৯শে আগস্ট প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে নয়াপল্টনে সংগঠনের প্রধান কার্যালয়ে কেক কাটা, সকাল ছয়টায় দলীয় পতাকা উত্তোলন এবং দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১লা মে এক শ্রমিক সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
সবশেষ গত ১২ই জুন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘‘মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও মহাজোট সরকারের পদত্যাগের’’ দাবিতে ঢাকা মহানগর বিএনপি একটি সমাবেশ করেছিল এ উদ্যানে। এতে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।--ডিনিউজ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকদল এ আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া সংগঠনটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করেছে।এতে সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ ই আগস্ট সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত, ১৯শে আগস্ট প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে নয়াপল্টনে সংগঠনের প্রধান কার্যালয়ে কেক কাটা, সকাল ছয়টায় দলীয় পতাকা উত্তোলন এবং দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১লা মে এক শ্রমিক সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
সবশেষ গত ১২ই জুন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘‘মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও মহাজোট সরকারের পদত্যাগের’’ দাবিতে ঢাকা মহানগর বিএনপি একটি সমাবেশ করেছিল এ উদ্যানে। এতে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়