:: যশোর প্রতিনিধি ::
দুই বছর পর আবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে যাচ্ছেন যশোরের শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য। যশোরে ৩ আগস্ট শনিবার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী তাদের সাথে যোগ দেবেন।
দুই বছর পর আবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হতে যাচ্ছেন যশোরের শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য। যশোরে ৩ আগস্ট শনিবার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী তাদের সাথে যোগ দেবেন।
২০১১ সালে প্রথমবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছিলেন ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা। এবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে ভিডিও কনফারেন্সে সেই সুযোগ সৃষ্টি হয়েছে। এতে যশোরের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ৩ আগস্ট সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। এসময় প্রধানমন্ত্রী গণভবন থেকে কালেক্টরেট সভা কক্ষে উপস্থিত তথ্য ও যোগাযোগ মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের সাথে কথা বলবেন। তিনি ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী, মন্ত্রী, কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থীদের সাথেও কথা বলবেন। এ উপলক্ষে জেলা প্রশাসন ও শিক্ষাবোর্ড প্রস্তুতি গ্রহণ করেছে।
৩ আগস্ট সকাল ১০ টায় যশোর বোর্ড সহ সকল বোর্ডের ফলাফল গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। যশোরে ভিডিও কনফারেন্সে কথা বলে সারাদেশের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন।--পরিবর্তন
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়