Wednesday, August 21

ফুটবলে শক্তিশালী আফগানিস্তান

ঢাকা: সাফ ফুটবলে শক্তিশালী দল হিসেবে আর্বিভূত হচ্ছে আফগানিস্তান। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে অত্রাঞ্চলে সবার উপরে তারা। আগস্টের শেষ দিন থেকে শুরু হওয়া নেপাল সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপে তারা নিশ্চিত ভালো ফলাফল করে দেখাবে। এটা অন্তত: বলা যায়। দীর্ঘ ১০ বছর পর আন্তর্জাতিক ফুটবল ম্যাচের আয়োজন করেই জয়ের মধুর স্বাদ  পেয়েছে আফগানিস্তান। প্রতিবেশী পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। কাবুলে নবনির্মিত আফগানিস্তান ফুটবল ফেডারেশন স্টেডিয়ামে প্রায় ছয় হাজার দর্শক উপভোগ করেছে ম্যাচটা। যার নাম দেয়া হয়েছে ‘বন্ধুত্বের ম্যাচ’। প্রতিবেশী হলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৯ নম্বরে থাকা আফগানিস্তান ও ১৬৭ নম্বরে থাকা পাকিস্তান দীর্ঘ ৩৬ বছর পর কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মুখোমুখি হলো। ২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে তুর্কমেনিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল আফগানিস্তান। যুদ্ধের বিভীষিকাকে পেছনে ফেলে আস্তে-আস্তে জেগে উঠছে আফগানিস্তানের ক্রীড়াঙ্গন। গত বছর প্রথম বারের মতো প্রিমিয়ার ফুটবল লিগের আয়োজন করেছে তারা।

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়