Friday, August 23

৪৫ মিনিট পর চেতনা ফিরে পেলেন মৃত টনি

ঢাকা : দীর্ঘ ৪৫ মিনিট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ থাকার পর পুনরায় চেতনা ফিরে পেলেন যুক্তরাষ্ট্রের টনি ইয়াহল নামের এক ব্যক্তি। তাকে মৃত ঘোষণার পর বেঁচে ওঠার এ ঘটনায় চিকিৎসকরা হতভম্ব বনে গেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। নার্সরা যখন মৃত টনিকে তার পরিবারের সদস্যদের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সে সময় ধীরে ধীরে চেতনা ফিরে পেতে শুরু করেন টনি। নার্সরা জানান, ৫ দিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকার পর অলৌকিকভাবে বেঁচে ওঠেন তিনি। ৪৫ মিনিট আগে তাকে মৃত ঘোষণা করেছিলেন কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকরা। ওহিয়োর বাসিন্দা ও পেশায় কার্ডিওলজিস্ট ডক্টর রাজা নাজির বলেন, টনির বেঁচে ওঠা এখন চিকিৎসকদের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। মৃত ঘোষিত টনির টিএনএজ বয়সী ছেলে লরেন্স ইয়াহল তার নিশ্চল পিতার কাছে গিয়ে বলেছিল, তিনি ওই দিন মৃত্যুবরণ করবেন না। লরেন্স বললো, এ ঘটনার কিছুক্ষণ পর তার পিতা চেতনা ফিরে পান। এদিকে এ ঘটনা শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বের চিকিৎসকদের আলোচনায় স্থান পাচ্ছে। ফেসবুক ও টুইটারে রীতিমতো ঝড় তুলেছে অলৌকিক এ খবর।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়